আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ ও বিচারের দাবিতে আজ (শুক্রবার) রাজধানীর বায়তুল মোকাররম দক্ষিণ গেইটে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৃহস্পতিবার (০১ মে) রাতে এক ভিডিও বার্তায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এই কর্মসূচিতে ছাত্র-জনতা ও সাধারণ মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানান।
নাহিদ বলেন, “৫ আগস্টের গণ-অভ্যুত্থানে যে রাজনৈতিক চেতনার সূচনা হয়েছিল, তা বাস্তবায়নের পথে এখনো বহু কাজ বাকি। ফ্যাসিস্ট রাজনীতিকে চিরতরে মুছে ফেলতেই আমাদের এ লড়াই।”
তিনি অভিযোগ করেন, “মুজিববাদী ফ্যাসিস্ট রাজনৈতিক দল আওয়ামী লীগ দেশের মাটিতে রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে। গণহত্যা, গুম, খুন, ও রাষ্ট্রীয় সন্ত্রাসে দলটি বারবার জড়িয়েছে। অথচ এতদিন পরও দলটিকে বিচারের মুখোমুখি করা হয়নি।”
সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, “পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে শাপলা চত্বরে হেফাজতের গণসমাবেশ, মোদিবিরোধী আন্দোলন এবং সর্বশেষ জুলাই আন্দোলনে ছাত্র-জনতার রক্ত ঝরেছে। এসব ঘটনার দায় দলগতভাবে আওয়ামী লীগের।”
নাহিদের দাবি, “যুবলীগসহ আওয়ামী লীগের সব অঙ্গ সংগঠন নিষিদ্ধ করতে হবে। ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে—এটি একটি শুভ সূচনা। বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে, রাজনৈতিক কার্যক্রম বন্ধ করে দিতে হবে।”
‘আর কোনো ফ্যাসিবাদ নয়’—এ স্লোগান সামনে রেখে এনসিপির এই সমাবেশ অনুষ্ঠিত হবে জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটকে।
নাহিদ ইসলাম আরও বলেন, “জুলাই আন্দোলনের শহিদদের প্রতি আমাদের অঙ্গীকার ছিল, বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদকে মাথাচাড়া দিতে দেওয়া হবে না। এখন সেই প্রতিশ্রুতি রক্ষার সময়।”