মাদারীপুরের রাজৈরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিয়েছেন আওয়ামী লীগের স্থানীয় নেতা ও মৎস্য ব্যবসায়ী সমিতির দুই শতাধিক সদস্য।
শনিবার (১৭ মে) দুপুরে উপজেলার টেকেরহাট বন্দরে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় নতুন যোগদানকারীদের। এতে আওয়ামী লীগের খালিয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ও টেকেরহাট মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল হাওলাদার, রাজৈর পৌরসভার সাবেক কাউন্সিলর রাহিম হাওলাদারসহ অনেকে আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন।
অনুষ্ঠানে রাজৈর উপজেলা এনসিপির নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন মহাসিন ফকির, জাবের হাওলাদার, আজগর শেখ, তরিকুল ইসলাম, মাছ ব্যবসায়ী বাচ্চু বাঘা, রাজিব বাঘা ও মনির ফকির।
যোগদানের পর বক্তব্যে আমিনুল হাওলাদার বলেন, “আমি আগেই আওয়ামী লীগ ত্যাগ করেছি। আমার সন্তানরাও ঢাকায় ছাত্র আন্দোলনে যুক্ত ছিল। এনসিপির সৎ অবস্থান ও কর্মসূচি আমাকে মুগ্ধ করেছে। তাই দলবদলের সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি আরও বলেন, “আমরা মৎস্য ব্যবসায়ী সমিতির সবাই মিলে এনসিপিকে শক্তিশালী করব, দুর্নীতিবিরোধী লড়াইয়ে পাশে থাকব।”
এনসিপির রাজৈর উপজেলার প্রতিনিধি মহাসিন ফকির বলেন, “আমাদের কর্মসূচি ও সততার কারণেই এত বড় একটি দল আমাদের সঙ্গে যুক্ত হলো। এটা আমাদের জন্য প্রেরণাদায়ক।”
এনসিপির আরেক নেতা জাবের হাওলাদার বলেন, “দেশ স্বাধীন হয়েছিল কারও গোলামি করার জন্য নয়। আজ যারা চাঁদাবাজি, দখলদারিত্ব আর নির্যাতনের রাজনীতি করছে, তাদের বিরুদ্ধে আমরা সবাইকে ঐক্যবদ্ধ করছি।”
তিনি দাবি করেন, টেকেরহাট বাজারে বিএনপি-ঘনিষ্ঠ একটি প্রভাবশালী মহল মাছ ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ২০০-২৫০ টাকা করে চাঁদা নিচ্ছে। সরকারি টোলঘর না থাকায় তারা রাস্তার ওপর জোর করে দোকান বসিয়ে টাকা তুলছে। এতে ব্যবসায়ী ও সাধারণ মানুষ নিয়মিত হয়রানির শিকার হচ্ছেন। এনসিপি এসবের প্রতিকার চায়।
সূত্র: কালের কণ্ঠ