আখাউড়ায় কম্বল চুরি, ও নাশকতার মামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: মনির হোসেনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রবিবার (২৭ অক্টেবর) রাতে পৌর এলাকার কলেজপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল হাসিম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলায় সরাসরি অংশ নেন মনির। ওই সময় ছাত্রলীগের সন্ত্রসী কর্মকাণ্ডে নেতৃত্ব দেন এই ছাত্রলীগ নেতা।
তিনি আরও বলেন, ২০২০ সালের ২ ডিসেম্বর ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে উপজেলার রেলওয়ে জংশন স্টেশন এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণের সময় কম্বল চুরির অভিযোগ রয়েছে গ্রেপ্তারকৃত মনিরের বিরুদ্ধে।