ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে মো: সালেক মিয়া (৪১) নামের এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) উপজেলার পৌরশহরের দেবগ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, গতকাল আখাউড়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে ভুক্তভোগী কিশোরীর মা। এরপর রাত সাড়ে ১০টার দিকে অভিযুক্ত সালেক’কে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত সালেক মিয়া উপজেলার মোগড়া বাজার এলাকার মৃত মালু মিয়া ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে ওই কিশোরী ঘুমিয়ে পড়ে। পরে রাত আনুমানিক আড়াইটার দিকে তার কক্ষে প্রবেশ করে ঘুম থেকে ভুক্তভোগী কিশোরীকে তুলে তার নিজ কক্ষে নিয়ে আসে বাবা সালেক। একপর্যায়ে তার মেয়েকে হত্যার হুমকি দিয়ে জোরপূর্বক ধর্ষণ করে সালেক।
আখাউড়ায় নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে সালেক মিয়াকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ বলেন, এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা নারী ও শিশু নির্যাতন আইনে স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত সালেক মিয়াকে আজ কারাগারে পাঠানো হবে। ভিকটিম কিশোরীর শারীরিক পরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।