দেশের উৎপাদক প্রতিষ্ঠানগুলো পর্যাপ্ত পরিমাণ ডিম সরবরাহ করলে আগামীকাল শুক্রবার (১৮ অক্টোবর) সকাল থেকে খুচরা পর্যায়ে প্রতি হালি ডিম ৪৮ টাকা দরে বিক্রি করা হবে বলে জানিয়েছেন রাজধানীর তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতির সভাপতি মো: আমান উল্লাহ।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ঢাকার মতিঝিলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ভবনে ব্রয়লার মুরগি, পাকিস্তানি মুরগি, আলু, পেঁয়াজ ও ডিমসহ নিত্যপণ্যের বাজার বিষয়ক মতবিনিময় সভায় তিনি কথা বলেন তিনি।
তিনি বলেন, দেশের সকল উৎপাদক প্রতিষ্ঠানগুলো বাজারে পর্যাপ্ত ডিম সরবরাহ করলে আগামীকাল থেকেই খুচরা পর্যায়ে ৪৮ টাকা হালি ডিম বিক্রি করা সম্ভব হবে। সেই অনুযায়ী পাইকারি পর্যায়ে ডিমের দাম রাখা হবে।
এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক মো: জালাল উদ্দীন জানান, সকলকে আমন্ত্রণ জানানও স্বত্বেও ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর কোনও প্রতিনিধিরা সভায় উপস্থিত নেই। এর মানে ডিম উৎপাদককারদের মধ্যেই ঝামেলা আছে। এই সিন্ডিকেটদের না ধরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা শুধু মাত্র খুচরা পর্যায়ে অভিযান চালিয়ে খুদ্র ব্যবসায়ীদের জরিমানা করে। ফলে ডিমের বাজার অস্থিরই থেকে যায়।