আজ থেকে সারদেশের কাঁচাবাজারেও পলিথিন ব্যাগ নিষিদ্ধ হচ্ছে। গত (২৪ সেপ্টেম্বর) অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এই সিদ্ধান্তের কথা জানান।
ওই সময় তিনি বলেন, শুক্রবার (১ নভেম্বর) থেকে সারাদেশে পলিথিনজাতীয় সকল ধরনের ব্যাগ নিষিদ্ধ এবং কোনও ভোক্তাকে এই ব্যাগ দেওয়া যাবে না। এ ছাড়াও পলিথিন ব্যাগ নিষিদ্ধ কার্যক্রমে দেশের কাঁচাবাজার ও পলিথিন ব্যাগ উৎপাদন কারখানায় বিশেষ অভিযান চালানো হবে।
এরই অংশ হিসেবে আজ থেকে কাঁচাবাজারে পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে কঠোর মনিটরিং চালু করা হচ্ছে।এর পাশাপাশি পলিথিন ব্যাগ উৎপাদনকারীদের বিরুদ্ধেও নেয়া হবে ব্যবস্থা।