চট্টগ্রামে আনোয়ারায় অভিযান চালিয়ে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১৮ লাখ টাকাসহ দু’জন যুবককে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (০৩ ডিসেম্বর) রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মো: আবদুল্লাহ আল নোমান (২৫) ও আবু হানিফ (২২)।
জানা গেছে, চট্টগ্রামের আনোয়ারা থানাধীন রায়পুর এলাকায় বেশ কয়েক দিন ধরে চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীরা অবস্থান করছিল, এমন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর সদস্যরা মঙ্গলবার (০৪ ডিসেম্বর) রাতে উপজেলার রায়পুরা এলাকায় বিশেষ অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় ইয়াবা ব্যবসায়ী বাবুর বাসা ঘেরাও করা হয়। ওই সময় ইয়াবা ব্যবসায়ী বাবু পালিয়ে গেলেও ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত দু’জনকে আটক করে সেনাবাহিনীর সদস্যরা। পরে ওই বাসায় তল্লাশি চালিয়ে নগদ ১৮ লাখ টাকাসহ দুই লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করে সেনাবাহিনী। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৪ কোটি ২০ লাখ টাকা। ইয়াবা ও নগদ টাকাসহ আটককৃতদের আনোয়ারা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
আনোয়ারায় ২ লাখ ইয়াবাসহ দুই যুবক আটক বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনির হোসেন জানান, গতকাল রাত ২টার দিকে সেনাবাহিনী উপজেলার রায়পুর এলাকায় অভিযান চালিয়ে দুই লাখ ১০ হাজার পিস ইয়াবা ও নগদ ১৮ লাখ টাকাসহ দু’জন ইয়াবা ব্যবসায়ী আটক করা হয়। আজ সকালে সেনাবাহিনীর সদস্যরা আসামিদের আমাদের কাছে হস্তান্তর করেছে। আটকৃতদের বিরুদ্ধে আমরা নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।