গত কয়েকদিন আগে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মুশফিকুর রহিম। আজ (১২ মার্চ) বুধাবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন টাইগার অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। আজ রাত সাড়ে ৮টার দিকে নিজ ভেরিফাইড ফেসবুকে পেজে এই ঘোষণা দেন তিনি।
মাহমুদউল্লাহ রিয়াদ ২০২১ সালের জুলাইয়ে জিম্বাবুয়ে সফরের মাঝপথে টেস্ট কিক্রেকেট থেকে অবসর ঘোষণা দিয়েছিলেন। গত বছরের সেপ্টেম্বরে তিনি বিদায় নেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকেও জানিয়েছিলেন। এখন বাকি ছিল শুধু ওয়ানডে। সেই ফর্মেট থেকেও আজই অবসর ঘোষণা করে দিয়েছেন মাহমুদল্লা রিয়াদ।
তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সকল সতীর্থ, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদেরকে ধন্যবাদ, যারা আমাকে সমর্থন করেছেন। সবচেয়ে বড় ধন্যবাদ বাবা-মা, শ্বশুর ও শাশুড়িকে। বিশেষ করে বড় ধন্যবাদ আমার ভাই ইমদাদ উল্লাহকে, যিনি আমার শৈশব থেকেই ব্যক্তিগত কোচ ও মেন্টর ছিলেন। সবশেষে আমার স্ত্রী, সন্তানদের ধন্যবাদ জানাচ্ছি।
প্রসংঙ্গত, ৫০টি টেস্ট, ২৩৯টি ওয়ানডে ও ১৪১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেও একটু যেন এক অতৃপ্তি নিয়েই অবসর ঘোষণা দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। পোস্টের শেষে তিনি লিখেছেন, ‘সব কিছুর শেষ ঠিকভাবে হয় না। তবে হ্যাঁ বলে সামনে এগিয়ে যাওয়াটা উচিত বলে জানিয়েছেন তিনি