বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর একে-৪৭ রাইফেল দিয়ে গুলিবর্ষণের অভিযোগে মো: সোলায়মান বাদশাকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) নোয়াখালী থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাবের মিডিয়া উইং থেকে গ্রেফতারের বিষয়টি জানানো হয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট চট্টগ্রামের কোতয়ালী থানাধীন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর একে-৪৭ রাইফেল দিয়ে গুলিবর্ষণের অভিযোগে সোলায়মান বাদশাকে গ্রেফতার করা হয়।