ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফুলার রোডের পার্শ্ববর্তী এলাকায় অবস্থিত আবাসিক কোয়ার্টার থেকে বিশ্ববিদ্যালয়ের আদ্রিতা বিনতে মোশারফ (২১) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও অধ্যাপক মো: মোশারফ হোসেনের মেয়ে।
রবিবার (৩১ মার্চ) ভোরে দক্ষিণ ফুলার রোডের আবাসিক কোয়ার্টারের ১৯নং ভবনের তৃতীয় তলায় এই ঘটনা ঘটেছে। তাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার লাকসাম উপজেলার মজলিশপুর গ্রামে।
জানা গেছে, নিহত আদ্রিতা বিনতে মোশারফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। বাবা-মায়ের সঙ্গেই বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারে থাকতেন আদ্রিতা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে। তবে সেখানকার কর্তব্যরত চিকিৎসক সকাল ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান জানান, নিহতের বাবা থানায় যে স্টেটমেন্ট দিয়েছেন সেটি হলো তার মেয়ের মরদেহ তারা ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়েছেন। রবিবার ভোর রাত ৪টার দিকে সেহেরি খাওয়ার সময় তারা মেয়ের ঘরের দরজা ধাক্কা দেন। কিন্তু সে দরজা না খোয়ায় তা ভেঙে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা।
আবাসিক কোয়ার্টার থেকে ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের বিষয়ে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মুস্তাজিরুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনস্থলে গিয়ে ওই শিক্ষার্থীকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানকার চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান, তিনি আর বেঁচে নেই। তবে কী কারণে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন সে বিষয়ে শিক্ষার্থীর পরিবার তেমন কিছুই বলতে পারেনি। এ ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। নিহতের মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।