বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদ হত্যা মামলার আসামি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবী) ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী আকাশকে জামালপুরের ইসলামপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে জেলার ইসলামপুর উপজেলায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ইমরান চৌধুরী আকাশ বেরোবি ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শেখ রাসেল শিশু কিশোর ক্রীড়াচক্রের সভাপতি। তিনি জামালপুরের ইসলামপুরের গঙ্গাপাড়া এলাকার শাহেনশা চৌধুরী শাহিনের ছেলে।
জানা গেছে, গতকাল রাতে অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইসলামপুরের গঙ্গাপাড়া নিজ বাড়ি থেকে ছাত্র লীগ নেতা আকাশকে গ্রেফতার করা হয়েছে৷ গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই তিনি জামালপুরের নিজ বাসায় এসে আত্নগোপনে ছিলেন। আবু সাঈদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ইমরান চৌধুরী আকাশ।
বিষয়টি নিশ্চিত করে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর তিনি ইসলামপুরে আত্মগোপনের ছিলেন।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আকাশ আবু সাঈদ হত্যা মামলার আসামি। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে বলেও জানানা তিনি।