বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন,আমরা বিদেশে বন্ধু চাই, প্রভু নয়, এই বন্ধুত্ব হবে সমতার ভিত্তিতে। কেউ আমাদের দিকে চোখ তুলে তাকাবে, এটা আমরা হতে দেব না। বাংলাদেশ মাথা উঁচু করে সসম্মানে থাকবে। দেশ নিয়ে কাউকে ষড়যন্ত্র করতে দেওয়া হবে না।
শুক্রবার (০৩ জানুয়ারি) সকাল বেলা ১১টার দিকে নাটোর শহরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনিএসব কথা বলেন।
জামায়াতের আমির বলেন, আগামীর বাংলাদেশ হবে সাম্যের বাংলাদেশ, তবে এটার জন্য আমাদের সবাইকে লড়াই করতে হবে। তাহলেই আমরা সত্যিকারের স্বাধীন দেশের নাগরিক হতে পারব। সাম্যের বাংলাদেশ গঠনে বাংলাদেশ জামায়াত ইসলামী মানুষের দোয়া, ভালোবাসা, পরামর্শ ও ইতিবাচক সমালোচনা প্রত্যাশা করে।
নাটোর জেলা জামায়াতে ইসলামীর আমির ড. মীর নুরুল ইসলামের সভাপতিত্বে কর্মী সম্মেলনে অনান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও জামাতের কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ মো:শাহাবুদ্দিন প্রমুখ।