অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার, ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপেদেষ্টা দায়িত্ব নাহিদ ইসলাম বলেছেন, আমাকে ‘স্যার’ বলে ডাকার কোনো প্রয়োজন নেই। রবিবার (১৮ আগস্ট) সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে অন্তর্বতী সরকারের দায়িত্ব নেওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, আমি আপনাদের সন্তান হিসেবে এখানে এসেছি, আমি জনগণের পক্ষ থেকে সাধরণ মানুষের আকাঙ্ক্ষা নিয়ে এখানে এসেছি।
তিনি আরও বলেন, নতুন দেশ গড়তে সবার কাছে সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। বিশেষ কারণ ছাড়া সংবাদ মাধ্যমে তার ছবি প্রচার না করারও অনুরোধ করেন তিনি।