ভারতের এক ক্যাফেতে বসে নিরুত্তাপ কণ্ঠে চিত্রনায়ক আরিফিন শুভ বলেছেন, “আমি সম্পূর্ণভাবে অরাজনৈতিক মানুষ, অভিনয় ছাড়া কিছুই করি না।”
‘মুজিব’ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয়ের পর শুভর চারপাশে তৈরি হয় রাজনৈতিক বিতর্কের ঘূর্ণি। বিশেষ করে ঢাকার পূর্বাচলে দেওয়া ১০ কাঠা জমির বরাদ্দ বাতিলের পর তাঁর রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে নানা গুঞ্জন ছড়ায়। এরপর থেকে তাঁকে আর দেশীয় সিনেমায় দেখা যায়নি। তবে হঠাৎ করেই জানা যায়, শুভ এখন ভারতে, শুটিং করছেন একটি হিন্দি ওয়েব সিরিজে।
এ সময়টায় গণমাধ্যম থেকেও অনেকটা আড়ালে ছিলেন তিনি। সোমবার (০৫ মে) ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারে প্রকাশিত এক সাক্ষাৎকারে নিজের অবস্থান স্পষ্ট করে জানান শুভ বলেন, “পার্কের মধ্যে দিয়ে হাঁটছিলেন, হঠাৎ একটা ঝড় এসে আপনাকে উড়িয়ে নিল—ঘটনাটা এমনই ছিল। কিছু করার ছিল না। কিন্তু এটুকু বলব, আমি অভিনয় ছাড়া আর কিছুতে নেই। আমার কোনো ব্যাকআপ নেই, কোনো ব্যবসাও নেই।
আগামী ঈদে মুক্তি পেতে যাচ্ছে আরিফিন শুভ অভিনীত নতুন ছবি ‘নীলচক্র’, পরিচালনায় মিঠু খান। এতে তাঁর বিপরীতে আছেন মন্দিরা চক্রবর্তী। আরও কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে—‘নূর’, ‘ঠিকানা বাংলাদেশ’, ‘লহু’। পাশাপাশি ভারতে সৌমিক সেন পরিচালিত হিন্দি ওয়েব সিরিজ জ্যাজ সিটি’তে অভিনয় করেছেন তিনি।
কাজ নিয়ে অভিনেতী শুভ বলেন, “আমার লক্ষ্য থাকে, চরিত্রটা যেন হয়ে উঠতে পারি। পৃথিবীর সবচেয়ে বোকা লোকের চরিত্র দিলেও আমি নিজের সর্বোচ্চটুকু দেব। কিন্তু বাস্তবেও আমি সেই বোকা লোকটা, এমন তো নয়। আমি বিশ্বাস করি, দর্শকের প্রতিক্রিয়াই শেষ কথা।”
সম্প্রতি তাঁর বিবাহবিচ্ছেদ নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা হয়েছে। এ প্রসঙ্গে শুভ জানান, “ছয় বছর ধরে আমি ফেসবুক ব্যবহার করি না। একটা পেজ আছে, সেটা টিম চালায়। ফেসবুক এখন একটা ঘৃণার প্ল্যাটফর্ম হয়ে গেছে। মানুষ নিজের জীবনের প্রতি এতটাই বিরক্ত যে, অন্যকে ছোট করে শান্তি খোঁজে।”
তিনি আরও বলেন, “যারা আমার ব্যক্তিজীবন নিয়ে কথা বলছে, তারা আমার জীবন কাটাচ্ছে না। তারা জানেই না আমি কী পার করছি। তাহলে তারা কীভাবে মন্তব্য করে? আর বললেই বা আমি শুনব কেন?”