আমেরিকার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবাইদুল কাদের। সম্প্রতি এক বিবৃতিতে তিনি বলেছেন, আওয়ামী লীগ ভারত ও আমেরিকাসহ সবার সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে। তিনি জোর দিয়ে বলেছেন যে কোনও দেশের সঙ্গে কোনও শত্রুতা নেই। মঙ্গলবার ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ভারত বা যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোর জারি করা কোনো নিষেধাজ্ঞা বা ভিসা নীতিতে আওয়ামী লীগ বিচলিত নয়। তিনি বলেন, বিএনপি যতোই ষড়োযন্ত্র করুক বাংলাদেশে সঠিক নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, যদি বিএনপি কোনো ভুল করে, তাহলে তারা নির্বাচনে মূল্য দেবে, ঠিক যেমন তারা রাজনৈতিক অঙ্গনে স্থান হারিয়েছে।
সেতুমন্ত্রী বলেন, খালেদা জিয়াকে ছাড়া ইলেকশনে অংশ না নেয়ার হুমাকি তাড়া আর কতো দেবে। খালেদা জিয়াকে ছাড়া ইলেকশন করবে না এ কথা সত্য নয়। বিএনপির নেতাকর্মীরা খালেদা জিয়ার জন্য কোন আন্দোলন করতে পারলেন না।
ওবাইদুল কাদের আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি বিএনপি ক্ষমতায় ফিরে আসে, তাহলে দেশ দুর্নীতি, লুটপাট, ষড়যন্ত্র ও সন্ত্রাস করবে। তিনি দাবি করেন যে, তাদের শাসনে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে এবং তারা আন্তর্জাতিকভাবে দেশের ভাবমূর্তি নষ্ট করবে। তিনি বিএনপি নেতাদের বাংলাদেশে ফিরে আসার এবং সাহস দেখানোর আহ্বান জানান।
অবশেষে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একজন জনপ্রিয়, বিশ্বস্ত এবং সাহসী নেতা হিসেবে উল্লেখ করে তাঁর প্রতি আস্থা রাখার জন্য বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান জানান ওবাইদুল কাদের। তিনি বলেন, শেখ হাসিনা জাতির কল্যাণ ও উন্নয়নের জন্য রাতে তার ঘুম হারাম করেন।