সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী আজ। কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সারাদেশে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করবে বিএনপি।
বিএনপির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ক্রীয়া সংগঠক আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকাল ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এর আগে আজ সকাল ১০টায় রাজধানীর বনানীস্থ করবস্থানে কোরআন তিলাওয়াত ও কোকোর কবর জিয়ারত করবেন বিএনপির সিনিয়র নেতারা। অন্যদিকে বাদ আসরে রজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দোয়া মাহফিল হবে। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (ভার্চুয়ালি) ও দলের স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত থাকবেন।
প্রসঙ্গত, ২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে কুয়ালালামপুরের মালয়েশিয়া জাতীয় মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো।