সাভারের আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের মুখে ৫৫টি পোশাক কারখানা বন্ধ করা হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নিরাপত্তার স্বার্থে ৫৫টি পোশাক কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়। শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
এর আগে, সোমবার (২৩ সেপ্টেম্বর) তৈরি পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার ব্যর্থ হলে ৭ দিনের জন্য দেশের সকল পোশাক কারখানা বন্ধ করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি’র (বিজিএমইএ) সাবেক সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ।
তিনি, দেশে চলমান শ্রমিক অসন্তোষের কারণে দেশের সক পোশাক কারখানাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ অবস্থায় কারখানাগুলোর নিরাপত্তায় সরকার ব্যর্থ হলে ৭ দিনের জন্য দেশের সব কারখানা বন্ধ করে দেয়া হবে।
বিজিএমইএর তথ্য অনুযায়ী, আশুলিয়ায় মোট ২৭২টি রফতানিকার তৈরি পোশাক কারখানার মধ্যে আজও ৫৫টি কারখানা বন্ধ রয়েছে। আর স্বাভাবিকভাবে ২১৭টি তৈরি পোশাক কারখানায় উৎপাদন হচ্ছে।