নিজ বিভাগ থেকে অনার্সের সার্টিফিকেট তুলতে গিয়ে ইডেন মহিলা কলেজ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার বৈশাখী আটক হয়েছেন।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে কলেজের সাধারণ শিক্ষার্থীরা এই ছাত্রলীগ নেত্রীকে আটক করেন। এরপর বিকেল সাড়ে ৩টার দিকে তাকে লালবাগ থানা পুলিশের নিকট হস্তান্তর করে তারা।
শিক্ষার্থীরা বলেন, আজ দুপুরে ছাত্রলীগ নেত্রী সামিয়া আক্তার বৈশাখী কলজের মার্কেটিং বিভাগে প্রত্যয়নপত্র তুলতে আসেন। বিগত সময়ে ছাত্রলীগের এই নেত্রী কলেজের সাধারণ শিক্ষার্থীদের নানাভাবে নির্যাতন এবং হয়রানি করেছে। পরে শিক্ষার্থীরা তাকে অবরুদ্ধ করে রাখেন। পরে কলেজ কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পরে বিকালে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ ড. শামছুন নাহার বলেন, আজ কলেজে পরীক্ষা চলছিল। এরই মধ্যে ছাত্রলীগ নেত্রী বৈশাখী কীভাবে কলেজর ভেতরে প্রবেশ করল, তা কেউ খেয়াল করেননি। শিক্ষার্থীরা তাকে দেখে অবরুদ্ধ করে। পর আমরা তাকে লালবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি।