ইতালিতে পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচারের অভিযোগ মানবপাচার চক্রের প্রধান কামরুজ্জামান টুন্নু খাকে গ্রেফতার করেছে র্যাব-৩। শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর কলাবাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, ২০২২ সালের ২ জুলাই মানবপাচার চক্রটি মাদারীপুর সদর থানাধীন ত্রিভাগদী এলাকার মো: শাহজাহান হাওলাদারকে (ভিকটিম) ইতালিতে পঠানোর পাঠানোর কথা বলে ১৩ লাখ টাকা আদায় করে। ওই বছরের ১৮ জুলাই তাকে দুবাই হয়ে লিবিয়ার দালালদের নিকট বিক্রি করে দেয় এই চক্রটি। দালালের কাছ থেকে শাহজাহানকে উদ্ধারের কথা বলে তার পরিবারের কাছ থেকে আরও ২৫ লাখ ৫৯ হাজার টাকা হাতিয়ে নেয় তারা। তবে শাহজানকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারেনি এই মানবপাচার চক্রটি।
এ ঘটনায় ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করে ভুক্তভোগী পরিবার। এর পরিপ্রেক্ষিতে শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর কলাবাগানে অভিযান চালিয়ে মানবপাচার চক্রের প্রধান টুন্নুকে গ্রেফতার করে র্যাব-৩ এর সদস্যরা।
র্যাব জানায়, মানবপাচার চক্রের প্রধান টুন্নু সহজ সরল লোকদের ইতালি পাঠানোর লোভ দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিতেন। এরপর ইতালি না পাঠিয়ে দুবাই হয়ে লিবিয়ায় দালালদের কাছে বিক্রি করে দিতেন। পরবর্তীতে লিবিয়ায় দালালদের কাছ থেকে উদ্ধারের কথা বলে আবারও টাকা হাতিয়ে নেন।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত টুন্নুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মানবপাচার চাক্রর বাকি সদস্যদের গ্রেফতারে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।