ইন্ডিয়া আমার বন্ধু নয়, পাকিস্থানও আমার বন্ধু নয় আমার বন্ধু আপনি হিন্দু, আপনার বন্ধু আমি মুসলমান। এলাকার শান্তি ও সম্প্রীতি বজায় রেখে দল, মত, ধর্ম, সম্প্রদায় নির্বিশেষে চলাচল ও বসবাসের জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানিয়ে এসব কথা বলেন বগুড়া-৫ আসনের সাবেক এমপি গোলাম মোঃ সিরাজ।
বগুড়ার শেরপুর উপজেলা বিএনপির আয়োজনে মঙ্গলবার (১০ডিসেম্বর) বিকেল ৩ টায় শহরের টাউন বারোয়ারী (স্যান্ন্যালপাড়া) মাঠে উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টুর সঞ্চালনায় এই শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া-৫ (শেরপুর-ধুনট), বগুড়া-৬(সদর) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক আহবায়ক গোলাম মো: সিরাজ।
এছাড়াও বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামি শেরপুর উপজেলার আমির দবিবুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্রনেতা হিমেল, বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের বগুড়া জেলার সভাপতি শ্রীকান্ত মাহাতো, আদিবাসী ফোরামের বগুড়া জেলার সভাপতি বাসুদেব বাগদি, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বরেন্দ্রনাথ সান্যাল, পুজা উদযাপন পরিষদের সভাপতি নিমাই ঘোষ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ শেরপুর পৌর শাখার সা: সম্পাদক সৌরভ অধিকারী শুভ, ব্রা²ন সংসদ শেরপুর উপজেলা সাংগঠনিক সম্পাদক জয়ন্ত চক্রবর্তী প্রমূখ।
এছারাও সমাবেশে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কে এম মাহবুবার রহমান হারেজ, শেরপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম তোতা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হিরু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল, উপজেলা যুবদলের আহবায়ক আশরাফুদ্দৌলা মামুন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহ মো: কাওসার আলী কলিন্স, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শেরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সংগ্রাম কুমার কুন্ডু, সাংগঠনিক সম্পাদক বাধন কর্মকার কৃষ্ণ, শহর শাখার সভাপতি শুভ কুন্ডু, বাংলাদেশ ব্রা²ন সংসদ শেরপুর উপজেলার সভাপতি সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিমান মৈত্রেয়, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির সদস্য অনিমেশ রায়, শেরপুর উপজেলা শাখার সদস্য সচিব নারায়ন দাস নান্নু, সুমিত নারায়ন কুন্ডু টুটুল, আদিবাসী ফোরাম বগুড়া জেলার সভাপতি বাসুদেব বাগদী, আদিবাসী ইউনিয়ন শেরপুর উপজেলা শাখার সভাপতি শ্রীকান্ত মাহাতো প্রমূখ। এছাড়াও ইমাম সমিতির সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন ধর্ম ও শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি বজায় রাখার জন্য ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও সকল অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সবার প্রতি আহবান জানান।