ইবনে সিনা হাসপাতালে সিজারিয়ান চিকিৎসায় অবহেলার কারণে পলি সাহা নামের এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৯ মার্চ) রাজধানীর কল্যাণপুরে ইবনে সিনা হাসপাতালে দুপুর ৩টার দিকে ওই নারীর মৃত্যু হয়।
জানা গেছে, সোমবার (১৮ মার্চ) পেটে ব্যথা নিয়ে পলি সাহাকে হাসপাতালে ভর্তি করান তার পরিবারের সদস্যরা। পরে দুপুর ২টার দিকে সিজারের জন্য পলি সাহাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। অপারেশনে ছেলে সন্তান জন্ম দেন পলি। এরপর মা ও বাচ্চা দুজনই সুস্থ আছে বলে জানায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। কিন্তু হঠাৎ মঙ্গলবার (১৯ মার্চ) ভোর থেকে পলি সাহার অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়।
পরে আবার অস্ত্রোপচার করে তার জরায়ু কেটে ফেলা হয়। অপারেশন শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত পলি সাহার স্বামী মুন্না সাহার দাবি, অতিরিক্ত রক্তক্ষরণ এবং চিকিৎসকের অবহেলার কারণে এই মৃত্যু হয়েছে।