পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ঘরমুখো মানুষের ট্রেন যাত্রা নির্বিঘ্ন করতে আগাম টিকিট বিক্রি শুরু করছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ২১ মে, বুধবার থেকে অনলাইনে মিলবে ঈদের ট্রেনের টিকিট।
রেলপথ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগামী ৭ জুন ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ধরে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদের আগে ৭ দিনের জন্য ট্রেনের আসন বরাদ্দ দেবে রেলওয়ে।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম জানান, যাত্রীসেবায় বিশেষ গুরুত্ব দিয়ে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে।
রেলওয়ের নির্ধারিত সময় অনুযায়ী, পশ্চিমাঞ্চলগামী আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে বুধবার সকাল ৮টা থেকে আর পূর্বাঞ্চলগামী আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।
টিকিট কিনতে আর কাউন্টারে দাঁড়ানোর ঝামেলা নেই—সবকিছুই হবে অনলাইনে। রেলওয়ের কর্মকর্তারা বলছেন, যাত্রাপথ যেন হয় নিরাপদ ও স্বস্তির, সে জন্য আগেভাগেই নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা।