ঈদের দ্বিতীয় দিনে জাতীয় চিড়িয়াখানায় মানুষের ঢল নেমেছে। বিনোদনের জায়গা কম থাকার কারণে রাজধানীর বিনোদনকেন্দ্রগুলোর মধ্যে জাতীয় চিড়িয়াখানা অন্যতম।
শিশুদের বিভিন্ন পশুপাখির সঙ্গে পরিচিত করাতে অনেকেই সাধারণ সময়েই যান সেখানে। তবে যেকোনো উৎসব কিংবা ছুটির দিনে হাজার হাজার মানুষের ঢল নামে এই বিনোদনকেন্দ্রে।
মঙ্গলবার (১৮ জুন) ঈদের দ্বিতীয় দিনে জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভির দেখা গেছে চোখে পড়ার মতো। ভ্যাপসা গরমের কারণে কিছুটা খারাপ লাগলেও স্বস্তি প্রকাশ করেছেন তারা।
মঙ্গলবার সকাল থেকেই দর্শনার্থীরা আসতে থাকেন চিরিয়াখানায়। বিকেল বেলা সেই সংখ্যা আরও বাড়ে। আগত দর্শনার্থীর অধিকাংশ শিশু-কিশোর, যারা অভিভাবকদের সাথে এসেছে।
চিড়িয়াখানার বিভিন্ন পশুর খাঁচার সামনে ভির করছে তারা। অভিভাবকদের কাছে নানা পশু-পাখির নাম জানতে চাচ্ছে। অভিভাবকরাও আগ্রহ নিয়ে তাদের সন্তানদের পশু-পাখি চিনিয়ে দিচ্ছেন।
সরেজমিনে দেখা গেছে, চিড়িয়াখানার এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে চলেছেন দর্শনার্থীরা। সন্তানকে প্রাণীদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার পাশাপাশি বাঘ, সিংহ., হরিণ, বানর, ও হাতিসহ নানা প্রাণী দেখে ঈদ বিনোদনে সময় পার করছেন তারা।
অন্যদিকে, যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্কতা বাড়িয়েছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ।