স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ঈদে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যরা নির্ঘুম রাত কাটিয়েছেন। তাদের এই নিরলস পরিশ্রমের ফলেই সাধারণ মানুষ নিশ্চিন্তে ঈদ উদযাপন করতে পেরেছে।
বুধবার (২ এপ্রিল) রাজধানীর বিভিন্ন থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের ছুটি বাতিল করা হয়েছিল। জনগণের নিরাপত্তায় তারা সর্বোচ্চ নিষ্ঠা ও ত্যাগ স্বীকার করেছেন, যা উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করেছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “জঙ্গি বা সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তবে নিরীহ কেউ যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়েও যথাযথ নির্দেশনা দেওয়া হয়েছে।”
পুলিশ সদস্যদের ত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, “তারা রাত জেগে দায়িত্ব পালন করেছে, তাই সাধারণ মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পেরেছে।”
নিরাপদ ও শান্তিপূর্ণ ঈদ উদযাপন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন তৎপরতার প্রশংসা করেন তিনি।