ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মিষ্টি জান্নাত এবার পর্দার বাইরেও চমক নিয়ে হাজির। ক্যামেরার পেছনে সময় কাটালেও তিনি বসে নেই—ব্যবসায়ী রূপে শুরু করতে যাচ্ছেন এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ, উটের দুধ আমদানি ও বিপণন।
সম্প্রতি এক আলাপচারিতায় মিষ্টি জান্নাত জানান, মধ্যপ্রাচ্যের জনপ্রিয় এই দুধের বিশেষ স্বাদে তিনি এতটাই মুগ্ধ যে সেটিকে বাংলাদেশের মানুষের কাছেও পৌঁছে দিতে চান। তাঁর ভাষায়, “আমি নিজে উটের দুধ দিয়ে চা খাই—এটা একটা আলাদা অভিজ্ঞতা। এখন সেই অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করে নিতে চাই।”

এই উদ্যোগের অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত, বিশেষ করে দুবাই থেকে উটের দুধ আমদানি করবেন বলে জানান তিনি। দেশের ভোক্তাদের সুবিধার জন্য ২০০ মিলিলিটারের ছোট প্যাকেট আকারে বাজারজাত করা হবে এই দুধ।
মিষ্টি বলেন, “অনেকেই আমাকে জিজ্ঞেস করেন, উটের দুধের চা কেমন? এবার তারা নিজেরাই খেয়ে বুঝতে পারবেন, এতদিন যা শুধু গল্পে শুনেছেন।”

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মিষ্টি জান্নাত অভিনয় থেকেও কিছুটা বিরতিতে ছিলেন। তবে শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে তার দুটি বড় বাজেটের সিনেমা। পাশাপাশি একটি ওয়েব ফিল্মেও দেখা যাবে তাকে, যেখানে তিনি এক সাইকো কিলারের চরিত্রে অভিনয় করছেন।
২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে অভিনয়ে পা রাখা এই নায়িকা তার ক্যারিয়ারে একাধিক সিনেমা ও নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন। এবার তিনি পা রাখছেন নতুন এক ভোক্তা বাজারে—যার কেন্দ্রে উটের দুধ।