রাজধানীর উত্তরায় ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছে নাঈম (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থী। রোববার (২৭ এপ্রিল) দুপুরে উত্তরার আজমপুর এলাকার বিএনএস সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাঈম উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। সে উত্তরা ৫ নম্বর সেক্টরের বাসিন্দা মো. নজরুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, আজমপুর ঢালে দ্রুতগতিতে ছুটে আসা একটি বিআরটিসি ট্রাক নাঈমকে সজোরে ধাক্কা দেয়। এতে সে মারাত্মকভাবে আহত হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা নাঈমকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করে চালককে আটক করেছে। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।
নাঈমের অকাল মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।