উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় ‘ও নেগেটিভ’ রক্তের জরুরি প্রয়োজন দেখা দিয়েছে।
উত্তরা আধুনিক হাসপাতালের চিকিৎসকেরা জানায়, আহতদের অনেকেই গুরুতর দগ্ধ হওয়ায় এখনই রক্ত সরবরাহ নিশ্চিত করা জরুরি।
সোমবার (২১ জুলাই) বিকেল থেকে আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকেরা রক্তের জন্য হাসপাতালে ও সামাজিক মাধ্যমে আকুতি জানাচ্ছেন।
উদ্ধার করে আহতদের উত্তরা আধুনিক হাসপাতাল ছাড়াও কুয়েত মৈত্রী হাসপাতাল, উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা জানান, আহতদের বেশির ভাগই আগুনে দগ্ধ হয়েছেন এবং অনেকের অবস্থা আশঙ্কাজনক।
আইএসপিআরের তথ্য অনুযায়ী, বিমান বাহিনীর একটি ‘এফ-৭ বিজেআই’ মডেলের প্রশিক্ষণ বিমান দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পরপরই নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়।
বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে বিমানে আগুন ধরে যায় এবং কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয় পুরো এলাকা। মাইলস্টোন কলেজ চত্বরে ঘটে যাওয়া দুর্ঘটনায় আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।