জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দাবি করেছে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে দলটির কোনো সম্পর্ক নেই।
দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম স্পষ্টভাবে বলেছেন, “তারা যদি রাজনীতিতে থাকতে চান কিংবা নির্বাচন করতে চান, তবে সরকারে থেকেই সেটা সম্ভব নয়।”
শনিবার (২৪ মে) রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের সময় এ দুই ছাত্র উপদেষ্টা সরকারের প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। তিনি বলেন, “আমি নিজেও তখন তাদের সঙ্গে ছিলাম। তবে বর্তমানে তাদের রাজনৈতিক অবস্থান ও কর্মকাণ্ড এনসিপির সঙ্গে জড়িত নয়।”
তিনি অভিযোগ করেন, “তাদের নাম আমাদের দলে যুক্ত করে সামাজিক মাধ্যমে এক ধরনের উদ্দেশ্যমূলক অপপ্রচার চালানো হচ্ছে, যা দুঃখজনক এবং নিন্দনীয়।”
আসিফ ও মাহফুজ সরকারে থাকবেন কি না, সেটা তাদের নিজস্ব সিদ্ধান্ত হলেও, নাহিদ ইসলাম বলেন, “আমরা আশা করি, গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নে উপদেষ্টারা একসঙ্গে কাজ করবেন।”
সংবাদ সম্মেলনে চলমান রাজনৈতিক অস্থিরতা প্রসঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, “বিচার, সংস্কার এবং নির্বাচন এই তিনটি বিষয়ে একটি পরিষ্কার রোডম্যাপ দিতে হবে।”
তিনি বলেন, “এই সরকার গঠিত হয়েছে গণঅভ্যুত্থানের ভিত্তিতে। তাই অভ্যুত্থান-পরবর্তী বিচার এবং সংস্কারমূলক পদক্ষেপের মাধ্যমেই নিরপেক্ষ নির্বাচনের পথ তৈরি করতে হবে।”
নাহিদ ইসলাম নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, নির্বাচন “কমিশন তাদের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। এমন অবস্থায় একটি সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না।”
সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “যেসব সেনা কর্মকর্তার বিরুদ্ধে খুনসহ গুরুতর অভিযোগ রয়েছে, সেসব বিষয়ে পরিষ্কার অবস্থান নিলে জনগণের আস্থা আরও দৃঢ় হবে।” এসময় রাজনৈতিক দলগুলোর প্রতি তিনি দায়িত্বশীল আচরণের আহ্বান তিনি।