নাহিদা আক্তার রিক্তা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিয়ে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ২৫ বছর বয়সী এই মা চট্টগ্রাম মেডিক্যালের ৩২ নম্বর ওয়ার্ডে ভর্তি হয়ে কিছু সময় পরেই পাঁচ সন্তানের মা হন। এসব সন্তানের মধ্যে তিনজন কন্যা এবং দুইজন পুত্র সন্তান রয়েছে।
বিস্ময়কর বিষয় হলো, পাঁচটি সন্তানের জন্ম হয়েছে সম্পূর্ণ স্বাভাবিক প্রসবের মাধ্যমে। যদিও তাদের মধ্যে তিনটি সন্তানের শারীরিক অবস্থা কিছুটা উদ্বেগজনক, তবুও আশার কথা হলো বাকি দুইটি সন্তানের স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল।
নাহিদার স্বামী, দুবাই প্রবাসী আশরাফুল আলম হৃদয়, সন্তানদের জন্মের খবর পেয়েই অবিলম্বে বিদেশ থেকে দেশে ফিরে এসেছেন। তিনি দেশবাসীর কাছে তার সন্তানদের জন্য দোয়া প্রার্থনা করেছেন।
এই বিরল ঘটনাটি চট্টগ্রামসহ দেশের নানা স্থানে আলোড়ন সৃষ্টি করেছে, এবং এটি বিশেষভাবে মনে রেখে যাবে যে, জীবনের অন্যতম কঠিন মুহূর্তে পরিবার, সন্তান এবং সবার কাছে ভালোবাসা ও সমর্থন কতটা প্রয়োজনীয়।