বগুড়ার অন্যতম বড় সবজির মোকাম মহাস্থান হাটে ১ কেজি ফুলকপি বিক্রি হচ্ছে মাত্র এক টাকায়। ক্রেতারা স্বস্তির নিঃশ্বাস ফেললেও কৃষকের মাথায় হাত। কৃষকের উৎপাদন খরচ উঠছে না। লাভের আশায় শীতকালীন সবজির চাষ করে কৃষক এখন বিপাকে।
মহাস্থান হাটের পাইকারি বাজারে শায়েস্তা খাঁর যুগের মতোই প্রতি কেজি ফুলকপি বিক্রি হচ্ছে এক টাকা থেকে ৪ টাকা। সপ্তাহের ব্যবধানে সকল সবজির দাশ তলানিতে গিয়ে ঠেকেছে।
মূলত শীতকালীন সবজির উৎপাদন বৃদ্ধি ও বাজারে সবজি সরবারহ বাড়ায় দাম একেবারে পড়ে গেছে। উৎপদন খরচ না উঠলেও বাধ্য হয়ে সবজি বিক্রি করতে হচ্ছে কৃষকদের।
কৃষকরা বলেন, পাইকারি বাজারে সবজির দাম তলানি তেঠেকেছে । প্রতি কেজি ফুলকপি ১ থেকে ৪ টাকা ও মুলা প্রতি কেজি ৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও বাঁধাকপি, মিষ্টি লাউ, সিমসহ সব ধরণের শীতকালীন সবজি প্রতি কেজি ১০ থেকে ২০ টাকা দরে বিক্রি হচ্ছে।
তবে মহাস্থান হাটে ফুলকপি ও মুলা ১ থেকে ৫ টাকা কেজি বিক্রি হলেও পাশের খুচরা বাজারে সেই সবজিগুলো হাত বদলেই তা ১০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অথচ এখানে নেই কোনও চাঁদাবাজি বা পরিবহন খরচের কোনও অজুহাত।