এক নারীর কাছে ৪ পুরুষের পরাজয় হয়েছে। টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে অংশ নেন ১ জন নারী ও ৪ জন পুরুষ।
দোয়াত কলম প্রতীকে মোছা: নার্গিস বেগম, ঘোড়া প্রতীকে মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু, হেলিকপ্টার প্রতীকে মো: ফিরোজ চৌধুরী, আনারস প্রতীকে তাহেরুল ইসলাম তোতা, মোটরসাইকেল প্রতীকে আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুত ভোট যুদ্ধে নামেন। শেষ-মেশ তাহেরুল ইসলাম তোতা ও আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুত নির্বাচন থেকে সরে দাঁড়ালেও তাদের প্রতীক রয়ে যায়।
নির্বাচনে বর্তমান চেয়ারম্যান মোছা: নার্গিস বেগম (দোয়াত কলম প্রতীক) ৩০ হাজার ৩৬৪টি ভোট পেয়ে পুনরায় বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো: ফিরোজ চৌধুরী (হেলিকপ্টার প্রতীক) পান ৫ হাজার ৮৩৯টি ভোট।
এছাড়াও মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু (ঘোড়া প্রতীক) পান ৩ হাজার ১০৫টি ভোট, মো: আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুত (মোটরসাইকেল প্রতীক) পান ৪৫১ ভোটটি এবং মো: তাহেরুল ইসলাম তোতা (আনারস প্রতীক) পান ১৮৫টি ভোট। শেষ পর্যন্ত এক নারী প্রার্থীর কাছে ৪ পুরুষ প্রার্থী হেরে যায়।
মঙ্গলবার (২১ মে) রাত ১০টার দিকে নির্বাচনের সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা মো: জিয়াউল ইসলাম চৌধুরী এ ফলাফল ঘোষণা করেন।
এর আগে, মঙ্গলবার শান্তিপূর্ণভাবে ২য় ধাপে ভূঞাপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ সকাল ৮টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত চলে। নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে তিন প্লাটুন বিজিবিসহ পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছিল।