এখনও কানে বাজে, কারও পানি লাগবে গণমাধ্যমের এমন মনন্তব্য করেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। আন্দোলনরত শিক্ষার্থীদের ৯ দফা দাবির সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভ ও সমাবেশ করেছে দৃশ্যমাধ্যম শিল্পীসমাজ। বৃহস্পতিবার (০১ আগস্ট) সকালে রাজধানীর ফার্মগেট এলাকায় বৃষ্টি উপেক্ষা করে শিল্পী থেকে শুরু করে নির্মাতারা জড়ো হতে থাকেন।
‘ভয়হীন ন্যায্য মানবিক মর্যাদার বাংলাদেশ চাই’ ‘সব হত্যাকাণ্ডের বিচার করো’ হত্যা, সহিংসতা, গণআটক, হয়রানি বন্ধ করো এই রকম স্লোগানে প্রতিবাদের আওয়াজ তুলেন শিল্পী সমাজ। দেশের চলমান অরাজকতা, হত্যা, গুম ও পুলিশের গ্রেপ্তার অভিযানের বিরুদ্ধে।
এ সময় সিয়াম আহমেদ বলেন, ‘আপনি যদি সুস্থ-স্বাভাবিক মানুষ হন, এই যে আমাদের ছোট ভাই-বোনগুলো মারা গেল এগুলা দেখে আপনারা রাতে ঘুমাতে পারবেন না । আমার তো রাতে ঘুমই হয় না। এখনও কানে বাজে ‘কারও পানি লাগবে? এটা যতদিন আমাদের মাথায় থাকবে ততদিন আমরা শান্তিতে থাকতে পারব না।
এ সময় আরও উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, মামুনুর রশিদ, নূরুল আলম আতিক, আকরাম খান, আজাদ আবুল কালাম, হাসান, আজমেরী হক বাঁধন, পিপলু আর খান, অমিতাভ রেজা চৌধুরী, মুনেম ওয়াসিফ, ঋতু সাত্তার, তাসলিমা আকতার লিমা, তানিম নূর, সৈয়দ আহমেদ শাওকি,
ওয়াহিদ তারেক, রেদওয়ান রনি, আমিরুল রাজিব, নুসরাত ইমরোজ তিশা, আশফাক নিপুণ, রাফিয়াথ রশিদ মিথিলা, তানজিম ওয়াহাব, জাহিন ফারুক আমিন, তানভীর আহসান,সাবিলা নূর, ইয়াছির আল হক, শঙ্খ দাশগুপ্ত, নাসিফ আমিন, তাসনিয়া ফারিণ, হুমাইরা বিলকিস, শিবু কুমার শীলসহ অনেকে সংহতি প্রকাশ করে।
এ সময় তারা বলেন, সব হত্যার হিসাব ও বিচার করা হবে, গুলি ও সহিংসতা বন্ধ, গণ-আটক হয়রানি বন্ধ, আটক শিক্ষার্থীদের মুক্তির দাবিতে আমরা এখানে দাঁড়াতে এসেছি। অবিলম্বে হত্যাকাণ্ডের বিচার ও হত্যা, সহিংসতা, গণ-আটক হয়রানি বন্ধ করতে হবে বলেও দাবি জানিয়েছেন তার।
বৃহত্তর চলচ্চিত্র, থিয়েটার, আলোকচিত্র ও দৃশ্যমাধ্যমের নানা শাখার কর্মীরা ‘দৃশ্যমাধ্যম শিল্পীসমাজ’ ব্যানারে কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশে গণ-হত্যা, সহিংসতা, গণগ্রেপ্তার হয়রানির প্রতিবাদ করা হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।