ঘুমের ওষুধ খেয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তির পর আদিবা নামের এক এসএসসি পরীক্ষার্থীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। রবিবার (২৫ ফেব্রুয়ারি) চমেক হাসপাতালে তার মৃত্যু হয়। মেয়েটি চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটের ফরিদারপাড়া এলাকার বাসিন্দা।
গত বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) আদিবাকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে চান্দগাঁও থানায় মামলা দায়ের করা হয়। শনিবার (১৭ ফেব্রুয়ারি) এ ঘটনায় মো: হামিদ মোস্তাফা নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, নিহত আদিবা অন্তঃসত্ত্বা ছিল। মো: হামিদ নিহত এসএসসি পরীক্ষার্থী আদিবার কোচিংয়ের শিক্ষক ছিল। কোচিংয়ের শিক্ষক হামিদ মোস্তাফার সাথে তার সম্পর্ক গড়ে উঠেছিল। হিতের পরিবার বলেন, ঘুমের ওষুধ খাওয়ার পর আদিবার বিষয়টি আমরা জানতে পারি। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
এসএসসি পরীক্ষার্থীর মৃত্যুর বিষয়ে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ছবেদ আলী জানান, ঘুমের ওষুধ খাওয়ার পর গত বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) আদিবাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।