সারা দেশের মতো বগুড়ার শেরপুরেও শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। তবে শুরুর দিনেই অনুপস্থিত ৭১ পরীক্ষার্থী, যা অভিভাবকদের মধ্যে উদ্বেগের জন্ম দিয়েছে।
শেরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, এবারে তিনটি কেন্দ্রে মোট এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১,৮৮৩ জন। এর মধ্যে অনুপস্থিত ছিল ২৬ জন

সীমাবাড়ী এ আর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুপস্থিতির হার ছিল সবচেয়ে বেশি ১১ জন। মাদ্রাসা পর্যায়ের দাখিল পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ৮৯১ জন শিক্ষার্থীর, তবে পরীক্ষায় হাজির হন ৮৫১ জন। অনুপস্থিত ৪০ জন। ভোকেশনাল শাখায় মোট পরীক্ষার্থী ছিল ২৮৯ জন, যার মধ্যে ৫ জন অনুপস্থিত ছিল।
এদিকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সবগুলো কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে। নিরাপত্তা ছিল জোরদার এবং মনিটরিং ছিল নিয়মিত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক খান বলেন, “পরীক্ষার পরিবেশ সুষ্ঠু রাখতে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”