কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে। শনিবার (০১ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ১৩ নম্বর তাজিমারখোলা ক্যাম্পে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, আজ দুপুরে উপজেলার ১৩ নং র তানজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পের কাঁঠালতলী বাজারে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটে। মুহূর্তেই আগুন কাঁঠালতলী বাজারসহ ক্যাম্পের আশপাশে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে (এপিবিএন) পুলিশ দ্রুত উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনে অবহিত করে। পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক অতীশ চাকমা জানান, খবর পেয়ে দুপুর ১টার দিকে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে রওনা দেয়। এরইমধ্যে ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।