কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে আসা এক নারীকে হেনস্তা, মারধর ও শারীরিক নির্যাতনসহ হয়রানির ঘটনায় জড়িত মো: ফারুকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। এর আগে, তার বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা করা হয়।
পুলিশের হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে কক্সবাজার সদরের কালুর দোকান এলাকা থেকে অভিযুক্ত ফারুকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে ডিবি হেফাজতে নেয়া হয়।
প্রসঙ্গত, কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে আসা এক নারীকে প্রকাশ্যে হেনস্তা, অপমান ও শারীরিক নির্যাতনের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এর মধ্যে একটি ভিডিওতে দেখা গেছে, একদল অতিউৎসাহী জনতা কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা বিচে হাতে লাঠি নিয়ে এক ভুক্তভোগী নারীকে কান ধরিয়ে ওঠবস করাচ্ছে অভিযুক্ত ফারুকুল।
ভুক্তভোগী নারীর কান ধরে ওঠবস করতে দেরি হলেই হাতে থাকা সেই লাঠি দিয়ে তাকে আঘাত করছে অভিযুক্ত ওই যুবক। ভাইরাল ওই ভিডিও দেখে অভিযুক্ত ফারুকুল ইসলামকে শনাক্ত করা হয়।