রাজধানীর মোহাম্মাদপুর ও আদাবর থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ‘কব্জিকাটা গ্রুপে’র সদস্য মো: নাছির ওরফে পাগলা নাসিরসহ ৪ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব-২। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ৩টি ছুরি ও ১টি চাকুসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা অন্যরা হলেন, মো: শাহীন ওরফে মোটা শাহীন (৩২), মোহাম্মদ আলামিন (৩০) ও মোহাম্মদ শহীদুল ইসলাম আপন (২৫)।
র্যাব-২ এর অপারেশন অফিসার (এএসপি) খান আসিফ তপু বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি একটি ছিনতাইকারী চক্র মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকার বিভিন্ন স্থানে ছিনতাইয়ের উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ প্রস্তুতি নিচ্ছে। পরে অভিযান চলিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় ছিনতাইকারীদের কাছ থেকে দেশীয় অস্ত্র ৩টি ছুরি ও ১টি চাকু উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃত মোহাম্মদ নাছির ‘কব্জিকাটা গ্রুপের’ অন্যতম সদস্য আনোয়ারের সহযোগী। তার বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানায় ৮টি মামলা রয়েছে। পাগলা নাসির চাঁদাবাজি, মাদক ব্যবসা ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর ও আদাবর থানায় হস্তান্তর করা হয়েছে।