শেখ হাসিনা রাজধানীর গুলশানে কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়া হত্যাকাণ্ডের ন্যায়বিচারে ‘বাধা দিয়েছিলেন’ বলে দাবি জানিয়েছেন মুনিয়ার বড় বোন নুসরাত তানিয়া। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। এ সময় অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা ও আইন উপদেষ্টার কাছে এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তানিয়া।
নিহত মুনিয়ার বড় বোন তানিয়া অভিযোগ করেন, বসুন্ধরা গ্রুপের (এমডি) সায়েম সোবহান আনভীরসহ হত্যাকাণ্ডে জড়িতদের প্রতি প্রভাবিত হয়ে ছাড় দিয়েছেন মামলার তদন্তকারীরা। মামলার আইনজীবী অভিযোগ করে বলেন, মুনিয়া হত্যার তদন্তকারী কর্মকর্তা এমনকি আদালতকেও ম্যানেজ করে এই মামলা থেকে অব্যাহতি নিয়েছেন প্রভাবশালী সায়েম সোবাহান। শুধু তাই নয়, মামলা তুলে নেয়ার জন্য বিভিন্ন সময় সায়েম সোবাহান ও তার অনুসারীরা তানিয়ে তাকে টাকার প্রলোভন দিয়েছেন।
তিনি আরও বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তার মধ্যে কারা-কারা ঘুষ নিয়ে এই মামলাকে প্রভাবিত করতে সহযোগিতা করেছে তাদেরও খুঁজে বের করার আহ্বান জানান আইনজীবী। নির্বাহী আদেশের মাধ্যমে মামলা আবারও পুনঃতদন্তেরও দাবি করা হয় সংবাদ সম্মেলনে।
উল্লেখ্য, ২০২১ সালের ২৬ এপ্রিল রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে কলেজছাত্রী মুনিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ওই ফ্ল্যাটে মুনিয়া একাই থাকতেন। তিনি রাজধানীর একটি স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন। নিহত মুনিয়া কুমিল্লা সদর উপজেলার দক্ষিণপাড়া উজিরদিঘি এলাকার মৃত শফিকুর রহমানের মেয়ে।