শেষ হলো প্রায় এক দশকের অপেক্ষা। কারাগার থেকে অবশেষে মুক্তি পেয়েছেন জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা এ টি এম আজহারুল ইসলাম। বুধবার (২৮ মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে তাকে মুক্তি দেওয়া হয়।
কারা সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে বিএসএমএমইউ কর্তৃপক্ষ আজহারুল ইসলামকে কারামুক্ত ঘোষণা করে। এ সময় তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধানে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, মুক্তির প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ করেই তাকে মুক্তি দেওয়া হয়েছে।
এর আগে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় কেন্দ্রীয় কারাগারে এসে পৌঁছায়। সেখানে কাগজপত্র যাচাই-বাছাই শেষে মুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করে কারা কর্তৃপক্ষ।
সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী, আজহারুল ইসলামের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল করা হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বেঞ্চ তার দায়মুক্তির রায় দেন।
রায়ে বলা হয়, ২০১৪ সালে ট্রাইব্যুনাল আজহারুল ইসলামের বিরুদ্ধে যে রায় দিয়েছিল, তা যথাযথ ছিল না। সেই রায় ও আপিল বিভাগের পূর্বের সিদ্ধান্ত বাতিল করে তাকে খালাস দেওয়া হয়। অন্য কোনো মামলা না থাকায় তাকে অবিলম্বে মুক্তির নির্দেশ দেওয়া হয়েছিল।