কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে সংযম ও দায়িত্বশীলতার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (৭ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দুই দেশের প্রতি এই আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান লিখেছেন, সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটকের প্রাণহানির ঘটনার পর থেকেই ভারত-পাকিস্তান সম্পর্কের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৬ মে) গভীর রাতে পাকিস্তানের ছয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। রাতেই পাকিস্তানও পাল্টা হামলা চালায়।
এ প্রেক্ষাপটে জামায়াত আমির মনে করেন, পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তা কেউই কামনা করে না। যুদ্ধ কিংবা সংঘাত কোনও পক্ষের জন্যই মঙ্গলজনক নয়।
তিনি আরও বলেন, ‘এই হামলার পেছনে প্রকৃত কারণ অনুসন্ধানে গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও আন্তর্জাতিক তদন্ত প্রয়োজন। পাশাপাশি, উভয় পক্ষের উচিত পরিপক্বতা ও দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করা।’
ফেসবুক পোস্টের শেষাংশে তিনি কাশ্মীর সমস্যার স্থায়ী ও ন্যায়ভিত্তিক সমাধানেরও আহ্বান জানান।