চাঁদপুরে কিশোরী ভাগনিকে নির্যাতনের অভিযোগে মামা-মামিকে গ্রেফতার করা হয়েছে। নির্যাতন থেকে বাঁচতে বৃহস্পতিবার (০৬ মার্চ) মামা-মামির বাড়ি থেকে পালিয়ে যায় ওই কিশোরী। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
জানা যায়, নির্যাতনের শিকার রোজিনা আক্তার (১৫) চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামের আলী আহম্মদ ভূঁইয়ার মেয়ে। এ ঘটনায় গতকাল রাতেই ভুক্তভোগীর বাবা আলী আহম্মদ ভূঁইয়া বাদী হয়েছে চাঁদপুর মডেল থানায় নারী শিশু নির্যাতন আইনে একটি মামলা করেছেন। বর্তমানে রোজিনা চাঁদপুর ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১ বছর রোজিনা আক্তারকে নিয়ে ঢাকায় আমার বড় মেয়ের কাছে দিয়ে আসছিলাম। সেখান থেকে আমাকে না জানিয়ে আমার মেয়ে রোজিনার মামা রুবেল মোল্লা তার প্রতিবন্ধী সন্তান রিফাতকে দেখাশোনা করার কথা বলে তাকে (রোজিনা) ঢাকার বাসায় নিয়ে যান। তবে আমার মেয়ে রোজিনাকে দিয়ে গৃহকর্মীর কাজ করানো হতো।
এজাহারে আরও উল্লেখ করা হয়, চলতি বছরের জানুয়ারি মাসে ঢাকা থেকে চাঁদপুরে চলে আসেন রুবেল মোল্লা ও তার স্ত্রী রোকেয়া বেগম। এরপর শহরের বিষ্ণুদী মাদ্রাসা রোড এলাকার একটি ভাড়া বাসায় ওঠেন তার। গত ১ বছর ধরে তারা আমাদের সঙ্গে রোজিনাকে দেখা করতে এবং কথা বলতে দেননি । গতকাল বিকেলে রোজিনা তার মামা ও মামির নির্যাতন সইতে না পেরে ঘর থেকে পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন রোজিনার অবস্থা দেখে স্থানীয় থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে প্রথম থানায় নিয়ে যায় এবং পরে হাসপাতালে ভর্তি করায়।
ভুক্তভোগী রোজিনা বলেন, নানা অজুহাতে মামা-মামি আমাকে মারধর করত। ধারালো দা, ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করত তারা। আমার পিঠে ব্লেড দিয়ে কেটে দিয়েছে আমার মামা-মামি। গরম খুন্তি দিয়েও ছেঁকা দিত তারা। পায়ের আঙুলগুলো থেঁতলে দিয়েছে। ঠিকমতো আমাকে খাবারও দিত না। আমার মা-বাবার সঙ্গেও দেখা বা কথা বলতে চাইলে তারা কথা বলতে দিত না। গতকাল বাসায় মামি ছিল না। তখন সেই সুযোগে ঘর থেকে পালিয়ে বাইরে চলে যাই আমি।
বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনাচার্জ (ওসি) বাহার মিয়া বলেন, ‘নির্যাতনের শিকার মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত দম্পতিকেও গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরর্বর্তী আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।