কুমিল্লায় গরু বহনকারী ট্রাক উল্টে দু‘জন ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (১২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জের পুটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: মঞ্জুরুল আলম জানান, ঢাকা থেকে একটি ট্রাক ১৭টি গরু নিয়ে লাকসামের দিকে যাচ্ছিলো। কোরবানির পশুর হাটে গরুগুলো বিক্রির উদ্দেশে যাচ্ছিলেন তারা। এ সময় ইলিয়টগঞ্জের পুটিয়া এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়।
এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। আশপাশে ছিটকে পড়ে যায় ট্রাকে থাকা গরুগুলো। ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে মো: রাসেল নামের একজনের পরিচয় আমরা পেয়েছি। অন্য জনের পরিচয় শনাক্তের কাজ চলছে। ধারণা করা হচ্ছে, দু‘জনেই গরু ব্যবসায়ী ছিলেন।
কুমিল্লায় গরু বহনকারী ট্রাক দুর্ঘটনার বিষয়ে তিনি আরও জানান, এ দুর্ঘটনায় ৩টি গরু মারা গেছে। আরও ১৪টি গরু স্থানীয় লোকজনের সহযোগিতায় নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।