কুমিল্লায় তাওহীদ হোসেন (১২) নামের এক মাদ্রাসাছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (০৬ নভেম্বর) রাতে নগরীর দক্ষিণ চর্থা এলাকার মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদ্রাসার টয়লেট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত তাওহীদ হোসেন কুমিল্লার চৌদ্দগ্রামের খোরশেদ আলমের ছেলে। সে স্থানীয় মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী ছিল।
জানা গেছে, গতকাল রাতে মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদ্রাসার টয়লেটের ভেন্টিলেটরের সঙ্গে তাওহীদের ঝুলন্ত মরদেহ দেখতে পায় ওই মাদ্রাসার এক শিক্ষার্থী। পরে মাদরাসার কর্তৃপক্ষকে বিষয়টি জানালে তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
নিহতের পরিবারের স্বজনরা জানান, তাওহীদকে হত্যা করে তার লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। তার কোমরসহ শরীরের বিভিন্ন স্থানে থেতলানোর মতো কালো দাগ রয়েছে। তবে মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি ছেলেটি আত্মহত্যা’ করেছে।
স্থানীয়রা বলেন, মাদ্রাসার একজন শিক্ষার্থী ৬ ঘণ্টা হলো নিখোঁজ আর এই বিষয়টি প্রতিষ্ঠানের কোনও শিক্ষকদের নজরে পড়ল না। তাছাড়া এতো লম্বা সময়ে মাদ্রসার আর কেউ কী ওয়াশরুমে যায়নি। সুতরাং এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করেন এলাকাবাসী
কুমিল্লায় মাদ্রাসাছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধারের বিষয়ে কুমিল্লা কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহের ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে।