কুমিল্লায় সরকারের নির্ধারিত দামে ভ্রাম্যমাণ ডিম বিক্রি শুরু করা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) বিকালে শহরের রামমালা এলাকায় ভ্রাম্যমাণ এই ডিম বিক্রয় কেন্দ্র শুরু হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহযোগিতায় এবং প্রাণিসম্পদ বিভাগের বাস্তবায়নে কুমিল্লায় সরকারের দরে এই ভ্রাম্যমাণ ডিম বিক্রি কার্যক্রম শুরু করা হয়। এসময় প্রতি পিছ ডিম ১১ টাকা ৮৭ পয়সা দরে বিক্রি করা হয়। এতে কুমিল্লা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো: সাকিব হোসাইন, মো: নাইম আহমেদ, ফাতিন মোল্লা, মো: এমরান, মো: মেহরাজ আহমেদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সমন্বয়ক মো: সাকিব হুসাইন বলেন, যখন আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু করেছিলাম তখন আমরা দেশের সাধাণ মানুষকে আমরা স্বপ্ন দেখিয়েছিলাম এদেশের গরিব দুখি সবাই যাতে স্বাচ্ছন্নভাবে জীবন যাপন করতে পারে। এরই চেষ্টায় দেশের মানুষের কথা চিন্তা করে ন্যায্যমূল্যে এই ডিম বিক্রি করছি আমরা।