কুমিল্লার নাঙ্গলকোটে গরু চোরের বেপরোয়া গাড়ী চাপায় ফারজানা আক্তার পিংকি (২০) নামের এক কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ অক্টেবর) উপজেলার তালতলা-আটগ্রাম আঞ্চলিক সড়কের রায়কোট নতুন বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ফারজানা আক্তার পিংকি পিংকি উপজেলার রায়কোট গ্রামের পূর্বপাড়া এলাকার আব্দুল কাদেরের মেয়ে। সে স্থানীয় বাঙ্গড্ডা বাদশা মিয়া স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী ছিল।
জানা গেছে, রায়কোট গ্রামের মো: আব্দুল কাদেরের বাড়ির সামনে তার নিজস্ব একটি গরু বাঁধা ছিল। গতকাল জুম্মার নামাজের সময় বাড়ির সদস্যরা নামাজ পড়তে চলে যায়। এসময় ৪/৫ জনের গরু চোরের একদল প্রাইভেটকারে ঢুকিয়ে কাদেরর গরুটি চুরি করে নিয়ে যাচ্ছিল।
এসময় কাদেরের স্ত্রী আছমা বেগম চোরদেরকে বাধা দিলে তাকে মারধর করে গুরুতর আহত করে। ওই সময় কাদেরের চিৎকার করলে তার মেয়ে পিংকি দৌড়ে এসে প্রাইভেটকারটির সামনে দাঁড়ায়। এসময় চোরে দল মেয়েটিকে গাড়ি চাপা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কুমিল্লার নাঙ্গলকোটে গরু চোরের গাড়ি চাপায় কলেজছাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলমান রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।