কুমিল্লার নাঙ্গলকোটে রেললাইন বেঁকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। এ দুর্ঘটনায় ট্রেনে থাকা অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। দুর্ঘটনার পর বর্তমানে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ আছে।
রবিবার (১৭ মার্চ) দুপুর ১টার দিকে নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলওয়ে স্টেশনের অদূরে তেজেরবাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে লাকসাম, আখাউড়া ও চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে রওনা দিয়েছে।
হাসানপুর রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার মং গু মারমা বলেন, অতিরিক্ত গরমের কারণে রেললাইন বাঁকা হয়ে গেছে। এ কারণে ট্রেনের বগিগুলো লাইনচ্যুত হয়। এখন উদ্ধারকারী ট্রেন আসলে উদ্ধার কাজ শুরু হবে। এ ঘটনায় কেউ মারা যাননি। তবে অনেকে কমবেশি আহত হয়েছেন। তবে ওই রুটে ডাবল লাইন হওয়ায় অপর লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
ওই ট্রেনের এক যাত্রী বলেন, চলন্ত অবস্থায় হঠাৎ করেই ট্রেনের বগিগুলো একে একে কাত হয়ে পড়ে যায়। আমরা সকলেই চিৎকার করতে থাকি। এর একপর্যায়ে ট্রেনটি থেমে যায়।
কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হওয়ার বিষয়ে রেলওয়ের কুমিল্লা অঞ্চলের উপ-সহকারী প্রকৌশলী মো: লিয়াকত আলী খান বলেন, এ ঘটনায় ট্রেনটির পেছনের দিকের বগিগুলো লাইনচ্যুত হয়েছে। ট্রেনটির ১৮টি বগির মধ্যে ৯টি বগি লাইন থেকে ছিটকে পড়ে গেছে। এ দুর্ঘটনার বিস্তারিত কারণ জানতে রেলের একটি তদন্ত কমিটি গঠন করা হবে।