কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের সময় ৪৪০ কেজি ইলিশ জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাংলাদেশ-ভারত সীমান্তের শশীদল এলাকার মনোরা নামক স্থান থেকে ইলিশগুলো জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজহারুল ইসলাম বলেন, জব্দকৃত ইলিশ বিজিবির নিয়ম অনুযায়ী নিলামে বিক্রি করা হয়।
বিজিবি জানায়, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্ত এলাকায় বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ১৭টি বাক্স ফেলে পালিয়ে যায়। পরে সেই বাক্স থেকে ৪৪০ কেজি ইলিশ পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৬৮ হাজার টাকা। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।