কুষ্টিয়ায় রুবিনা খাতুন (২৮) নামের এক নারী পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ ডিসেম্বর) সন্ধার দিকে শহরের কমলাপুর এলাকার ভাড়া বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত পুলিশ সদস্য রুবিনা খাতুন মেহেরপুরের মুজিবনগর উপজেলার রামনগর এলকার আব্দুল শেখের মেয়ে। তিনি কুষ্টিয়া শহরের কমলাপুর এলাকায় একটি বহুতল ভবনের ৩য় তলায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন । ২০১৩ সালে তিনি পুলিশে যোগদান করেন রুবিনা খাতুন। এরপর তিনি কুষ্টিয়ার বিভিন্ন থানায় কর্মরত ছিলেন। সর্বশেষ কুষ্টিয়া আদালতের জিআরও অফিসে কর্মরত ছিলেন।
এর আগে, গতকাল সকালে রুবিনার সঙ্গে তার স্বামীর রান্না নিয়ে ঝগড়া লাগে। এরপরই শোবার ঘরে ঢুকে রুবিনা খাতুন দরজা বন্ধ করে দেন। পরে দরজা ধাক্কাধাক্কি করেই তার স্ত্রীর কোনও সাড়া শব্দ না পেয়ে বিষয়টি কুষ্টিয়া মডেল থানা পুলিশকে জানানো হয়। পরে পুলিশের সহায়তায় দরজা ভেঙে দেখা যায়, ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় রুবিনার লাশ ঝুলে আছে। পরে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহতের স্বামী আলাল শেশ কোনও কাজ করেন না। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
কুষ্টিয়ায় নারী পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিহাবুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।