কুষ্টিয়ার মিরপুরে প্রকাশ্যে আওয়ামী লীগ নেতার গুলিতে দুইজন আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার (১৩ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের শিমুলিয়া বাজার এলাকায় এই ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় মিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: আতাহার আলীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
কুষ্টিয়ার মিরপুরে প্রকাশ্যে আওয়ামী লীগ নেতার গুলিতে দুজন আহতের বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লা জানান, পূর্ব দ্বন্দ্বের জেরে শিমুলিয়া গ্রামের একটি চায়ের দোকানে হাশেম গাজীর সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আওয়ামী লীগ নেতা আতাহার আলী একটি ব্যক্তিগত পিস্তল দিয়ে তার দিকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালান। এসময় হাশেম ও স্থানীয় ভ্যানচালক মো: আব্দুল জলিল গুলিবিদ্ধ হন।
পরে গুরতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার চিকিৎসক কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করে। তিনি আরও জানান, এ ঘটনায় আহতার আলীসহ দুইজনকে আটক করা হয়েছে। পরবতী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার (১৩ এপ্রিল) সন্ধ্যার পর দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে হাশেম গাজীর অবস্থা আশংকাজন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে পাঠানো হয়েছে।