কেন্দ্রীয় চুক্তিতে থাকতে চান না, ক্রিকেট বোর্ডকে জানিয়েছেন তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি তালিকা থেকে তামিম নিজের নাম বাদ দিতে বিসিবিকে অনুরোধ করেছেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। তার এই অনুরোধ মূলত আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গন থেকে তামিমের অবসর নেওয়ার গুঞ্জনকে আরও বাড়িয়ে দিয়েছে।
আজ রবিবার (২৪ ডিসেম্বর) বিসিবি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান মো: জালাল ইউনুস বলেন, তার নিজের পরিকল্পনা আছে এবং কেন্দ্রীয় কেন্দ্রীয় চুক্তিতে তামিম নিজের নাম না রাখার জন্য আমাদের অনুরোধ করেছেন।
তিনি আরও বলেন, ভবিষ্যত নির্ধারণে দ্বাদশ জাতীয় নির্বাচনের পর বিসিবি সভাপতির সঙ্গে তার দেখা করার কথা রয়েছে। সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।
সদ্য বিশ্বকাপের পর প্রথমবারের মতো বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে দেখা করেন তামিম ইকবাল। এরপর পাপন জানান, বাংলাদেশ দলের অনেক অভ্যন্তরীণ বিষয় জানানোর জন্য তার সঙ্গে দেখা করেছিলেন তামিম। যেসব বিষয় জানতেন না বিসিবি সভাপতি পাপন। ক্রিকেট বোর্ডের সবার সঙ্গে কথা বলার পর এ বিষয়ে সিদ্ধান্ত নিবেন বিসিবি প্রধান ইউনুস।
৩১ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দলের কেন্দ্রীয় চুক্তির তালিকা চূড়ান্ত করা হবে। তারপর সেই চূড়ান্ত তালিকা অনুমোদনের জন্য বিসিবি সভাপতির কাছে পাঠানো হবে বলে জানান বিসিবি চেয়ারম্যান জালাল ইউনুস। এরপর বিসিবি সভাপতি পাপন সেটি দেখবেন। আমরা তামিমের জন্য অপেক্ষা করবো, যেহেতু তার নিজের পরিকল্পনা আছে। বিসিবি সভাপতির সঙ্গে আলোচনার পর তামিম নিজের সিদ্ধান্ত সর্ম্পকে আমাদের জানাবেন।